সোমবার ১৫ জুলাই ২০২৪নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বিকেলে পুটিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। পুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাসান উল সানি এলিছ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল, ইউপি সদস্য আবুল বাশার, আমির হোসেন, বিল্লাল হোসেন সরকার, সাবেক ছাত্র নেতা আমজাদ হোসেন প্রমুখ।সভা পরিচালনা করেন ইউপি সদস্য রোমান পাঠান।