সোমবার ১৫ জুলাই ২০২৪ নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা ভাইস চেয়ারম্যান নিপুণ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।